Pages

Camera

Monday 13 May 2013

পুরুষের নামাজের সঠিক নিয়ম

http://farm4.static.flickr.com/3212/2981056864_f260294b56_o.jpg
http://farm4.static.flickr.com/3167/2981057144_492e8994e8_o.jpg
http://farm4.static.flickr.com/3023/2981057378_b1318c5ee0_o.jpg
http://farm4.static.flickr.com/3046/2980202305_e164ddd1ec_o.jpg
http://farm4.static.flickr.com/3201/2980202609_19de75ea6b_o.jpg
http://farm4.static.flickr.com/3058/2980202879_08d83b2153_o.jpg
http://farm4.static.flickr.com/3034/2980209459_bc29795dff_o.jpg
http://farm4.static.flickr.com/3284/2981065096_11968009bb_o.jpg
http://farm4.static.flickr.com/3041/2981065400_0772a07b38_o.jpg
http://farm4.static.flickr.com/3067/2980210249_23462c8f94_o.jpg
http://farm4.static.flickr.com/3221/2980210555_9295c9f2e8_o.jpg
http://farm4.static.flickr.com/3251/2980210905_ce6677d3d9_o.jpg
http://farm4.static.flickr.com/3243/2981066652_382bd862b8_o.jpg
http://farm4.static.flickr.com/3037/2980211985_d2f50a8bf1_o.jpg
http://farm4.static.flickr.com/3147/2980212597_6890ebfa46_o.jpg
http://farm4.static.flickr.com/3209/2981068188_84a0f744d4_o.jpg
http://farm4.static.flickr.com/3013/2980213217_c5b60dfe52_o.jpg

ফোন কোম্পানি গুলোকে অযথা টাকা দেওয়ার কোন দরকার নাই।


কেমন আছেন সবাই? অনেকে হয়তো জানেন এই পোস্ট সম্পর্কে,যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয় প্রতিনিয়ত। এসব সমস্যা বন্দুদের মাধ্যমে সমাধান করতে না পারলে আমরা হেল্পলাইন এ কল দেই(যেমনঃ ১২১,১২৩), আর এ সময় মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট থেকে ক্যাচ ক্যাচ করে টাকা কেটে নেয়।তাহলে দেখি কিভাবে বন্ধ করা যায় টাকা দেওয়া।
নিচের নম্বর গুলোতে কল করে আপনার সমস্যার ধরন অনুযায়ী কমপ্লেইন করুন। অপারেটর অনুযায়ী নম্বর দেওয়া হলঃ
1.Grameen Phone: 158
2. Banglalink : 158
3. Citycell : 158
4. Robi : 158
5. airtel BD : 158
কিছুক্ষণ পর আপনার কাছে ফোন আসবে তখন সবকিছু বলুন । ১৫৮ এ কলের জন্য কোন টাকা কাটবে না। Teletalk এ কাজ হবে না।
ধন্যবাদ সবাইকে।

Friday 10 May 2013

TRAVEL WITHOUT VISA. (বিনা ভিসাতে বিদেশ ভ্রমন) !
Interesting Information. Please read & share if you like.











শিরোনাম দেখে হয়তো অনেকে ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটাও কি সম্ভব! জি, বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা), শ্রীলংকা (৩০ দিন), আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস), মালাউই (৯০ দিন), সেশেল (১ মাস), আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন), হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন), মন্টসের্রাট (৩ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন), ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস), কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন), নাউরু (৩০ দিন), পালাউ (৩০ দিন), সামোয়া (৬০ দিন), টুভালু (১ মাস), নুউ (৩০ দিন), ভানুয়াটু (৩০ দিন) এবং মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার), মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন), নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন), পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার), আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে google এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। তবে তা ইংরেজিতে আসবে। এটা বলার কারণ আপনাদের জন্য কষ্ট করে কোন গুরুত্বপুর্ণ তথ্য যোগাড় করে পোষ্ট দিলে তা অনেকেই ভূয়া বলে উড়িয়ে দেয়।

পোষ্টটি উপকারি মনে হলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যাতে আপনার বন্ধুও পোষ্টটি পড়ে উপকৃত হয়।