Pages

Camera

Monday 13 May 2013

ফোন কোম্পানি গুলোকে অযথা টাকা দেওয়ার কোন দরকার নাই।


কেমন আছেন সবাই? অনেকে হয়তো জানেন এই পোস্ট সম্পর্কে,যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয় প্রতিনিয়ত। এসব সমস্যা বন্দুদের মাধ্যমে সমাধান করতে না পারলে আমরা হেল্পলাইন এ কল দেই(যেমনঃ ১২১,১২৩), আর এ সময় মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট থেকে ক্যাচ ক্যাচ করে টাকা কেটে নেয়।তাহলে দেখি কিভাবে বন্ধ করা যায় টাকা দেওয়া।
নিচের নম্বর গুলোতে কল করে আপনার সমস্যার ধরন অনুযায়ী কমপ্লেইন করুন। অপারেটর অনুযায়ী নম্বর দেওয়া হলঃ
1.Grameen Phone: 158
2. Banglalink : 158
3. Citycell : 158
4. Robi : 158
5. airtel BD : 158
কিছুক্ষণ পর আপনার কাছে ফোন আসবে তখন সবকিছু বলুন । ১৫৮ এ কলের জন্য কোন টাকা কাটবে না। Teletalk এ কাজ হবে না।
ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment